Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চর কাদিরা ইউনিয়নের সকল কৃষকের কৃষি কার্ড তৈরীর জরুরী নোটিশ।
Details

চর কাদিরা ইউনিয়নের সকল কৃষককে সরকারের নীতিমালা অনুয়াযী নতুন করে কৃষি কার্ড তৈরী করার জন্য জরুরীভাবে কৃষি বিভাগ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। পুরাতন কার্ডধারীদেরকেও নতুন করে কৃষি কার্ড তৈরী কতে হবে। কৃষি কার্ড তৈরীর জন্য প্রত্যেক কৃষককে ২ কপি ষ্প্যাম্প সাইচ ছবি ও আইডি কার্ডের ফটোকপি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ছালেহ উদ্দিন পলাশ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিখিল মজুমদার এর নিকট জমা দেয়ার জন্য বলা হলো। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে ছবি তোলার পরামর্শ প্রদান করা হলো।

 

যোগাযোগঃ

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জনাব মোঃ সালেহ উদ্দিন পলাশ, মোবাইল 01711714004

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জনাব নিখিল মজুমদার, মোবাইল 01798690830

 

৮নং চর কাদিরা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ঃ

মোঃ হাবিব উল্যা, পরিচালক, মোবাইল : 01742423636

Attachments
Publish Date
28/08/2014