ক)ইউনিয়ন গঠনের ইতিকথাঃ
অত্র ইউনিয়ন এক সময় ৬নং চর বাদাম ইউনিয়ন তথা রামগতির অন্তর্গত ছিল। মরহুম বশির উল্যাহ মিয়ার নেতৃত্বে অত্র ইউনিয়ন দ্বিখন্তিত হয়ে ৫নং চর কাদিরায় রুপ লাভ করে । মরহুম বশির উল্যা মিয়া এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরবর্তীতে রামগতি কে দ্বিখন্ডিত করে রামগতি ও কমলনগর নামে দুটি উপজলা রুপ লাভ করার ৫নং চর কাদিরা ইউনিয়ন ভাগ হয়ে ৮নং চর কাদিরা ইউনিয়নের গঠিত হয়।
খ) ইউনিয়নের আয়তনঃ১১ বর্গ কিঃ মিঃ (প্রায়)
গ)ইউনিয়নের খানা সংখ্যা- ৪৫০০
ঘ) মোট ভূমির পরিমানঃ
গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ মোট ২৩৭৩৫ (২০১১ সালের আদম শুমারী তথ্য মতে)
ঙ। যোগাযোগ ব্যবস্থাঃ উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস/সিএনজি/রিক্সা।
১) পাকা সড়কঃ ১৫ মিঃ মিঃ
২) কাচাঁ সড়কঃ ৩০ কিঃ মিঃ
চ। দশর্নীয় স্থানঃ
(ক) ভুলুয়া নদী,
(খ) চর বসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়।
(গ) ইউনিয়ন কমপ্লেক্স
ছ। হাট বাজারঃ ৪টি
১) ফজুমিয়ার হাট
২) চর বসু বাজার
৩) বটতলী বাজার
৪) রব বাজার
জ) শিক্ষার হার – ৬৫০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৮টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
দাখিল মাদ্রাসা- ২টি। কওমী মাদ্রাসা ০৮টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আশরাফ উদ্দিন রাজন রাজু
ঞ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৯০ ইং।
পোর্টাল নির্মানঃ
মোঃ হাবিব উল্যাহ
উদ্যোক্তা
৮নং চর কাদিরা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
কমলনগর, লক্ষ্মীপুর।
মোবাইল ০১৭৪২৪২৩৬৩৬
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS