লক্ষ্মীপুর জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব
জেনে রাখুন লক্ষ্মীপুরের স্মরণীয় যারা::::
অপরূপ শ্যামলিমায় মেঘনা মোহনায় অবস্থিত সাগর কন্যা -উপদ্বীপ লক্ষ্মীপুর। প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গা-গড়ার বৈচিত্রপূর্ণ এ জনপদ। যুগযুগান্তরের ঐতিহাসিক পটভূমিতে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও সাংবাদিকতায় লক্ষ্মীপুরে রয়েছে অম্লান ঐতিহ্য। সেসব গৌরবজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক লক্ষ্মীপুরের স্মরণীয় বরণীয় যারা।
লক্ষ্মীপুরের খ্যাতিমান আধ্যাত্মিক পুরুষ হযরত শাহ আজিম ১৭৮৫ইং সনে লক্ষ্মীপুরে এসে দায়রা (এবাদত গাহ) প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রথম শিষ্য ছিলেন উত্তর বাঞ্চানগর নিবাসী পরশ মোহাম্মদ। ইসলাম প্রচারের উদ্দেশ্যেই তিনি লক্ষ্মীপুরে আগমন করেন। সাবেক রাষ্ট্রপতি (১৯৭৪) মুহাম্মদুল্লাহ (জন্ম ১৯২১, মৃত্যু ১৯৯৯, সাইচা, রায়পুর, লক্ষ্মীপুর ) তিনি জাতীয় সংসদের স্পীকারও (১৯৭৩) ছিলেন। দেশবরেণ্য ধর্মীয় আধ্যাত্মিক নেতা মওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (জন্ম লুধুয়া, রায়পুর, মৃত্যু ১৯৮৭), ১২শ খ্রীঃ শুরুতেই প্রখ্যাত ধর্ম প্রচারক পীর ফজলুল্লাহ ওরফে বুড়া হুজুর রায়পুর থানার কেরোয়া গ্রামে আসেন। রায়পুর বড় মসজিদ (প্রতিষ্ঠিত ১২১৭ বাংলা) এবং রায়পুর আলিয়া মাদ্রাসা তাঁরই প্রতিষ্ঠিত। লক্ষ্মীপুরের কৃতি সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হচ্ছেন, বেগম রোকেয়ার নারী মুক্তি আন্দোলনের অন্যতম সৈনিক প্রখ্যাত লেখিকা শামসুন নাহার মাহমুদ (জন্ম ১৯০৮ ফেনী) লক্ষ্মীপুর সদরের ফরাশগঞ্জের গৃহবধু (স্বামী- ডাঃ ওয়াহিদ উদ্দিন মাহমুদ)। স্বাধীনতা উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (১৯৭২) এবং প্রাক্তন শিক্ষা মন্ত্রী (১৯৭৫) ড. মুজাফ্ফর আহম্দ চৌধুরী (জন্ম ১৯২৩, মৃত্যু ১৯৭৮ বিরাহিমপুর, সদর, লক্ষ্মীপুর), স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জাসদ প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী আ.স.ম আবদুর রব (জন্ম ১৯৪৫, চর বাদাম, রামগতি) ভাষা সৈনিক ও সাম্যবাদী দলের প্রতিষ্ঠাতা, প্রাক্তন এমপি (১৯৭৯) কমরেড মোহাম্মদ তোয়াহা (জন্ম ১৯২২, মৃত্যু ১৯৮৭, কুশাখালী, সদর, লক্ষ্মীপুর),
সাংবাদিক, সাহিত্যিক সানা উল্লাহ নূরী (জন্ম ১৯২৮, মৃত্যু ২০০১, চর ফলকন, কমলনগর, লক্ষীপুর), ড. আবদুল মতিন চৌধুরী (জন্ম ১৯২১, নন্দনপুর, সদর, লক্ষ্মীপুর, মৃত্যু ১৯৮১), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বোস প্রফেসর ও প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী। ঢাবি অধ্যাপক, গবেষক, সংস্কৃতিসেবী, অধ্যাপক কবীর চৌধুরী (জন্ম গোপাইরবাগ, রামগঞ্জ), ড. মমতাজ উদ্দিন চৌধুরী (জন্ম ১৯২৩ গঙ্গাপুর, সদর, লক্ষ্মীপুর), সাবেক ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয় (১৯৮১-১৯৮৮), প্রখ্যাত ইতিহাস গবেষক ড. মফিজ উল্লাহ কবীর (জন্ম ১৯২৫ আটিয়াতলী, সদর, লক্ষ্মীপুর, মৃত্যু ১৯৮৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোভিসি। সাহিত্যিক, শিক্ষাবিদ ও ভাষাতাত্ত্বিক মুনীর চৌধুরী (জন্ম ১৯২৫ গোপাইরবাগ, রামগঞ্জ, মৃত্যু ১৯৭১), বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন (জন্ম ১৯৪১ দালাল বাজার),
লক্ষ্মীপুর সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল জাব্বার, ড. ওয়াহিদুল হক (জন্ম ১৯৩৪ তালহাটি, সদর, লক্ষ্মীপুর) প্রাক্তন অর্থ মন্ত্রী (১৯৮৮), অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ড. সিরাজুল হক, এডভোকেট আবদুল হাকিম, অধ্যক্ষ তোফায়েল আহমে্দ, অধ্যক্ষ আবদুল ওদুদ, ড. মোহাম্মদ হাবিব উল্লাহ, মৌলানা ফজলুল করিম মিসরী (রায়পুর), কমরেড আবুল বাশার, কফিল উদ্দিন আহমেদ (প্রতিষ্ঠাতা- চন্দ্রগঞ্জ ডিগ্রি কলেজ), মৌলভী হামিদুল্লাহ (বুড়া মৌলভী, চন্দ্রগঞ্জ), অধ্যক্ষ সিরাজুল হক, এম. এ মোহাইমেন, এডভোকেট আবদুর রব চৌধুরী, নোয়াখালী জেলার প্রথম মুসলিম ডেপুটি ম্যাজিট্রেট মোহাম্মদ এরশাদ, প্রাক্তন সার্ক মহাসচিব আবুল আহসান, মুসলিগ নেতা জমির আলী, প্রিন্সিপ্যাল টি হোসেন, অধ্যক্ষ শাপায়াত আহমাদ সিদ্দিকী, খালেদ মোহাম্মদ আলী, বর্তমান দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, নাজমুল আলম সিদ্দিকী, রেজা-ই-রাব্বী, বাফুফে প্রাক্তন সেক্রেটারী হারুনুর রশীদ, লক্ষ্মীপুর পৌরসভার প্রতিষ্ঠাতা নছির আহাম্মদ ভূঁইয়া, শাহাবুদ্দীন চৌধুরী, আবদুস চাত্তার মাস্টার, সৈয়দ বদরুল আলম, ডাঃ আতা-ই-রাব্বী, শিল্পপতি ইব্রাহিম মিয়া, মুফতি আবদুল মুইজ, মাস্টার সফিক উল্লাহ, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, দিলারা জামান, অধ্যাপক চৌধুরী খুরশিদ আলম, হোসনেআরা শাহেদ, সেলিনা হোসেন, প্রাক্তন সাংসদ মোহাম্মদ উল্লাহ, এ.কে.এম শাহজাহান কামাল, এডভোকেট খায়রুল এনাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাজেদা শাহাবুদ্দিন, রেহান উদ্দন ভূঁইয়া, আবদুল গণি হেডমাস্টার, হারিছ চেয়ারম্যান (প্রাক্তন এম.পি.এ), আনোয়ার হোসাইন তাহের আল-মাদানী, মিঞা আবু তাহের, সাংবাদিক গোলাম রহমান,
মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী, শিক্ষাবিদ তরুসেন গুপ্ত, নারী নেত্রী লতিফা বেগম, সমাজসেবী ফরিদ আহমদ ভূঁইয়া, আলী হায়দার চৌধুরী, মোহাম্মদ আলী খোকন, জামাল আহমেদ, বেল্লাল হোসেন ভূইয়া, মানছুরুল আজিজ, মেজর অবঃ আবদুল মান্নান, গাজী কামাল, অধ্যক্ষ কাজী নুরুল ইসলাম ফারুকী, মুক্তিযোদ্ধা নুরুননবী খান বীরবিক্রম, প্রাক্তন সচিব মোঃ সাইফ উদ্দীন, ইসমাইল জবি উল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শামছুল ইসলাম, মোঃ কায়কোবাদ, মোশতাক আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মাকসুদ কামাল (ঢাবি), প্রফেসর ড. তোফায়েল আহমে্দ চৌধুরী, সামছুল হুদা এফসিএ, #নিশাত মজুমদার (এভারেস্ট বিজয়ী), কবি সৈয়দ আল-ফারুক ও কবি আবু হেনা আবদুল আউয়াল, চিত্র নায়িকা প্রয়াত রোজী কবির প্রমূখ।
সংগ্রহে :
মোঃ হাবিব উল্যাহ (ইডিসি) চর কাদিরা।
সূত্রঃ বিভিন্ন পত্র পত্রিকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS